আজঃ শুক্রবার ২২-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

৩ বছর পর লা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা

Posted By Shuvo
  • আপডেটেড: মঙ্গলবার ১৬ মে ২০২৩
  • / পঠিত : ২২৮ বার

৩ বছর পর লা লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা

ডেস্ক : রিয়াল মাদ্রিদ হারালো স্পেনের শ্রেষ্ঠত্ব। চার ম্যাচ হাতে রেখে রবিবার লা লিগার চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে ২৭তম লিগ ট্রফি নিশ্চিত করলো তারা। ২০১৯ সালের পর প্রথমবার স্পেনের সেরা হলো কাতালান জায়ান্টরা।

৩৪ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করলো বার্সা। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল বাকি চার ম্যাচ জিতলেও পয়েন্ট হবে সর্বোচ্চ ৮৩। মানে বার্সা আর পয়েন্ট না পেলেও শীর্ষেই থাকবে।

জয়ের নেশায় মত্ত বার্সা পুরো ম্যাচে দাপট দেখায়। ১১ মিনিটে রোনাল্ড আরাউজো খুঁজে পান আলেহান্দ্রো বালদেকে। বার্সা ফুলব্যাক নিচু ক্রস দেন ছয় গজ বক্সে। বল প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে লেভানডোভস্কির ডান হাঁটুতে পড়ে। পোলিশ স্ট্রাইকার কাঁপান জাল।

প্রথম গোল বানিয়ে দেওয়া বালদে এবার গোলদাতার খাতায় নাম লেখান। ২০ মিনিটে পেদ্রি ব্যাকপোস্টে বল বাড়ান, বালদের ভলিতে স্কোর ২-০ হয়।

বিরতির আগে আরও একটি গোল করে বার্সা। সার্জিও বুসকেটসের পাসে ফ্রেঙ্কি ডি ইয়াং বল এগিয়ে দেন রাফিনহাকে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডানদিকে জায়গা বের করে বক্সের মধ্যে বল পাঠান। লেভানডোভস্কি প্রস্তুত ছিলেন, বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ৪০ মিনিটে। লিগের চলতি মৌসুমে ২১তম গোল করে পিচিচি ট্রফির দৌড়ে বড় ধাপ ফেললেন পোল্যান্ডের স্ট্রাইকার। ১৭ গোল করে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল শোধ দিতে বসেছিল এস্পানিওল। মার্টিন ব্র্যাথওয়েটের শট বাঁহাত বাড়িয়ে কর্নার বানান বার্সা কিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন।

দ্বিতীয়ার্ধে স্কোর ৪-০ করে ফেলে বার্সা। ৫৩ মিনিটে ডি ইয়াংয়ের দূরের পোস্টে নেওয়া শট হেড করে জালে জড়ান জুলেস কুন্দে।

২০ মিনিট পর একটি গোল শোধ দেয় এস্পানিওল। নিজ গোলকিপারের পাস থেকে কালেরো বার্সার রক্ষণের ফাঁক গলে বল এগিয়ে দেন। বদলি নামা জাভি পুয়াদো চিপ করে টের স্টেগেনকে পরাস্ত করেন। অফসাইড মনে করায় প্রথমে গোল দেননি রেফারি, ভিএআরে সিদ্ধান্ত বদলালে স্কোর ৪-১ হয়। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জোসেলু ব্যবধান কমালেও ম্যাচ শেষে চার বছরের ট্রফি খরা ঘুচানোর আনন্দে মাতে বার্সা।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba