আজঃ শুক্রবার ২০-০৯-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস হাসানের

Posted By Shuvo
  • আপডেটেড: শুক্রবার ২০ Sep ২০২৪
  • / পঠিত : ৩ বার

ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস হাসানের

ডেইলিএসবিনিউজ ডেস্ক: চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলা শুরুর কিছুক্ষণ পরই এক বাংলাদেশি পেসারকে নিয়ে রাতারাতি শোরগোল পড়ে যায় ভারতীয় মিডিয়ায়। 'হু ইজ হাসান মাহমুদ' ছাপা হতে থাকে ইন্ডিয়া টুডেসহ দেশটির নামকরা সব গণমাধ্যমগুলোতে।


টাইগার পেসার হাসান মাহমুদ আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বছর চারেক ধরে। যদিও লাল বলের টেস্ট ফরম্যাটে চলতি বছর তার অভিষেক হয়। ভারত সফরের আগে ৩ টেস্টে ১৪ উইকেট শিকার করেছিলেন হাসান। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চেন্নাই টেস্টের প্রথম ইনিংসের শুরুতেই রোহিত-কোহলিদের শিকার বানিয়ে দেশটির প্রায় সব গণমাধ্যমের খবরের শিরোনাম বনে যান।


আজ (শুক্রবার) টেস্টের দ্বিতীয় দিনে ৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরাহকে স্লিপে ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ l


রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট।

সেই সঙ্গে ভারতের মাটিতে কোনো বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন হাসান। এতদিন ইন্দোরে আবু জায়েদ রাহির ৪/১০৮ ছিল বেস্ট বোলিং ফিগার। এ ছাড়া তৃতীয় বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে দুই বা ততোধিক ফাইফারের কীর্তি গড়লেন হাসান মাহমুদ। 




ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba