আজঃ শনিবার ২৩-১১-২০২৪ ইং || খ্রিষ্টাব্দ

রাষ্ট্রপতি মিথ্যাচার ও শপথ ভঙ্গ ক‌রে‌ছেন: উপদেষ্টা আসিফ নজরুল

Posted By Shuvo
  • আপডেটেড: সোমবার ২১ Oct ২০২৪
  • / পঠিত : ২২ বার

রাষ্ট্রপতি মিথ্যাচার ও শপথ ভঙ্গ ক‌রে‌ছেন: উপদেষ্টা আসিফ নজরুল

ডেইলিএসবিনিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নি‌য়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্যাকে মিথ্যাতচার ও শপথ ভঙ্গের শা‌মিল ব‌লে মন্তব্যম ক‌রে‌ছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ।

সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন। 

উপদেষ্টা ব‌লেন, রাষ্ট্রপতি যে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পাননি। এটা হচ্ছে মিথ্যাচার এবং উনার শপথ লঙ্ঘনের শামিল। কারণ, উনি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে পেছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী উনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন।

‘এরপর সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী উপদেশমূলক এখতিয়ার প্রয়োগ করে উনার (রাষ্ট্রপতি) কাছ থেকে আপিল বিভাগের পক্ষ থেকে জানতে চাওয়া হয়- এই পরিস্থিতিতে করণীয় কী আছে। এটার প্রেক্ষিতে তৎকালীন সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সব বিচারপতিরা মিলে ১০৬ এর অধীনে একটা মতামত প্রদান করেন, রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে। সেটার প্রথম লাইনটি হচ্ছে, দেশের বর্তমান অদ্ভুত পরিস্থিতিতে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন...। তারপর অন্যান্য কথা’— যোগ ক‌রেন তি‌নি।

আসিফ নজরুল ব‌লেন, এই রেফারেন্সটিতে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সব বিচারপতির স্বাক্ষর আছে। তারপরও দীর্ঘ দুই মাস পর এসে রাষ্ট্রপ‌তি ব‌লে‌ছেন, তার কা‌ছে পদত্যাাগপত্র নেই। এই ধর‌নের মিথ্যানচার ক‌রে শপথ ভঙ্গ ক‌রে রাষ্ট্রপ‌তি পদে তার থাকা নি‌য়ে প্রশ্ন ওঠেছে। তার এ পদে থাকার যোগ্যতা আছে কি না, এ নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি যদি তার বক্তব্যে অটল থাকেন, তাহলে বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে।

ট্যাগস :

শেয়ার নিউজ


নিউজ কমেন্ট করার জন্য প্রথমে আপনাকে লগইন করতে হবে লগইন করুন

© All rights reserved © "Daily SB NEWS"
Theme Developed BY Global Seba